অতলান্ত

 

অতলান্ত সীমার আঘাত ক্ষত ক্ষয়ে যাওয়া হৃদপিণ্ডের বিষাদি আর্তঝড়ে মনেতে জোৎসনায় ফুল ফুটবে কখন বল তোর বুকেরি উতলা ঢেউ উঠবে কখন বল?
শুন্য প্রাণ স্পন্দের আরাধ্য বাঁধন বাহুডোরে তোর দুই চোঁখে জগতের ঘুম ভাঙ্গবে কখন বল ঘুম ভাঙলে ডাকিস আমায় উড়িয়ে আঁচল ।
ললাট গ্লানি বিষাদ আর্তচিৎকার নিমিষেই আমাতে জলাঞ্জলি দিয়ে তপ্ত বালুকণা শিক্ত ভেবে তবুও যাব ছুটে তোর কাছে,
শব্দহীন আর্তনাদ ব্যাধিতে রুপ নেয়া হৃদপিণ্ডে আমি পুড়ে হলাম ছাই কভু যদি মরে যাই কেউ তোমাকে ভালোবাসা দেবেনা !!

Comments

Popular posts from this blog

Temp mail world temp mail world wide

Cheap golden retriever Puppies Nearby